নিজস্ব প্রতিবেদক
যশোরে অসুস্থ কলেজ ছাত্রী উষা রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। যশোর জিআরপির আইসি এসআই শাহিদুল ইসলাম তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভর্তির পর তার পরিবারের কাছে হস্তান্তর করেন। গত ২৭ ডিসেম্বর বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে তাকে উদ্ধার করা হয়।
অসুস্থ উষা রহমান বাঘারপাড়া উপজেলার ষাটখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
উষা রহমানের মা হামিদা রহমান জানিয়েছেন, তার মেয়ে খুলনা মহিলা কলেজে লেখাপড়া করে। গত ২৭ ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে বাড়ির উদ্দেশে রওনা করে। ট্রেনটি অভয়নগরের নওয়াপাড়া স্টেশন ছাড়ার পরই উষা রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায় জ্ঞান হারিয়ে ফেলে। ট্রেনটি যশোরে আসার সাথে সাথে জিআরপি যশোর ফাঁড়ি ইনচার্জ এসআই শাহিদুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কয়েক ঘণ্টা পরে জ্ঞান ফেরার পরে উষার পিতার নাম-ঠিকানা সংগ্রহ করেন। পরে তার মা হামিদা রহমানকে মোবাইল করে হাসপাতালে আনেন। এদিন রাত ৯টার দিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এই ব্যাপারে এসআই শাহিদুল ইসলাম জানিয়েছেন, ট্রেনটি যশোর স্টেশনে পৌছানো মাত্র কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। সাথে সাথে উষাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে জ্ঞান ফেরার পরে তার নাম-ঠিকানা সংগ্রহ করা হয়। এরপরে তার মাকে মোবাইল করে হাসপাতালে এনে উষাকে হস্তান্তর করা হয়েছে।