নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
চলতি বছরে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া যশোরের মনিরামপুরের সাত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান তন্ময় বিশ্বাস নিজ কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করেন। এসময় হাসপাতালের চিকিৎসকরা ফুল দিয়ে মেধাবী সাত শিক্ষার্থীকে বরণ করে নেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা হচ্ছেন, ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সেতু মল্লিক, রাজশাহী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ফাতিমা ফারজানা সাকিরা, খুলনা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ফাহিমা খাতুন, সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রাজর্ষি বিশ্বাস রাতুল, ফরিদপুর মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত জুবায়ের হোসেন ও মাহমুদুল হাসান শিহাব এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃষ্ণ কুন্তল দাস।
সংবর্ধনা অনুষ্ঠানে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালেদুজজামান মুজাহিদ, হুমায়ুন কবির, জিসান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:যশোরে আইডিয়ার ‘লস প্রজেক্ট’ হাসি ফুটিয়েছে ৫শ পরিবারের মুখে