নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরগুনা জেলা। অপরদিকে একবছর পর সর্বশেষ আসরে টায়ার-২ থেকে টায়ার-১ উঠে আসে যশোর। শনিবার প্রতিযোগিতার ৪৩তম আসরের গোপালগঞ্জ ভেন্যুর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরগুনাকে হারিয়ে শুভ সূচনা করেছে শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা। সাত উইকেটের জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি স্পিনার মেহেদি হাসান শিবলি। এক উইকেট নিয়ে বেশ কয়েকজন পাশর্^ নায়কের ভূমিকায় ছিলেন। মূলত শিবলির বোলিং তোপে প্রথমে ব্যাট করে বরগুনা ১২৯ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে যশোরের কেউ ফিফটি না পেলেও দুই ওপেনারের ৪০ ছাড়ানো দুই ইনিংসে সত উইকেটের সহজ জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি আমিনুর-মিকাইল-রাজুদের।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক আমিনুর রহমান। বল হাতে নিয়ে প্রথম ৬ ওভারে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে বরগুনার দুই ওপেনারকে হাত খুলতে দেয়নি দুই পেসার আমিনুর ও রনি হোসেন। বল হাতে নিয়ে উইকেটের দেখা পান মেহেদিন হাসান শিবলি। প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৬ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ১২৯ রান করে বরগুনা। ব্যাট হাতে বরগুনার ব্যাটিং ইনিংসে গোলাম পারভেজ ২২, আহাদুজ্জামান ইমন ৫২, মৃদুল দেবনাথ ২৯ রান করেন। বল হাতে যশোরের মেহেদী হাসান শিবলী ১০ ওভারে দু’টি মেডেনসহ ৩২ রানে পাঁচটি উইকেট নেন। এরপাশে একটি করে উইকেট নিয়েছেন খন্দকার মাহফুজ টিটো, আব্দুল্লাহ আল মামুন রাজু, ইমন ফারাজী ও শামীম শরীফ।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেন যশোরের দুই ওপেনার সাদমান রহমান ও মিকাইল। সাদমান রহমান ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফিরলে ভাঙ্গে ৬৯ রানের ওপেনিং জুটি। সাদমান ৬৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও তিনটি ছয়ের মার। পরে শামীম শরীফ ও শাহারিয়ার সাকিব দ্রুত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে যশোর। তবে সেই চাপের মুহুর্তে স্বপ্নবাজ ক্রিকেট স্কুলের কোচ আব্দুল্লাহ আল মামুন রাজুকে সঙ্গে পেয়েছিলেন মিকাইল। গুরু-শিষ্য মিলে চতুর্থ উইকেটে অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে যশোরের জয় নিশ্চিত করে। মিকাইল ৪৭ রানে ও রাজু ২৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। বল হাতে বরগুনার মৃদুল দেবনাথ, সোহাগ হাওলাদার ও মুহিব বিল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।
মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দিনাজপুরের মুখোমুখি হবে যশোর। ২২ মার্চ শেষ ম্যাচ ঠাকুরগাঁর সাথে খেলবে যশোর।