নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নবনির্বাচিত কমিটি জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক বরাবর নুন্যতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, সদস্য কেএম মেহেদী হাসান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মফিজুর রহমান, গোবিন্দ্র চন্দ্র খাঁ,আসমা খাতুন,রহিমা খাতুন, হেনা খাতুনসহ নেতৃবৃন্দ। যশোর জেলাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনগণ পেতে যাচ্ছে হার্ট ফাউন্ডেশন হসপিটাল এবং নার্সিং কলেজ যেটা যশোর জেলা বাসিত জন্য বিশাল প্রাপ্তি যশোর জেলা মেডিকেল টেকনলোজিস্ট ও সহ স্বাস্থ্য বিভাগের কিছু বিষয় অবগতি করছি। যশোর জেলাসহ পাশ্ববর্তী জেলা যেমন নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা থেকে প্রতিদিন হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা নিতে আসে যশোর শহরে আর এই স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি আমরা। মেডিকেল টেকনোলজিস্ট ও আমাদের সহকর্মীরা আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্ভুল রিপোর্ট প্রদান করে থাকি যাহা রোগীর স্বাস্থ্যসেবা প্রদানে ডাক্তারদের রোগ নির্ণয়ের সবথেকে বেশি অবদান রাখে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও সহকর্মীরা বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ মূল্যায়ন পাচ্ছি না। বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে বা-বাবা স্ত্রী সন্ধান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে অষ্টম শ্রেণি একজন গার্মেন্টসর শ্রমিকের নূন্যতম মজুরি যেখানে ১৪ হাজার টাকা আর আমরা প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট হয়েও আমাদের বেতনের কথা কাউকে বলতে পারি না। আমাদের পরিবার পরিজনের কথা বিবেচনা করে নূন্যতম মজুরি নির্ধারণ বিষয়টি সমাধান করবেন বলে আশাবাদ রাখছি। দাবি ১. নূন্যতম মজুরি নির্ধারণ (গ্রেড অনুযায়ী) সিনিয়র অনুসরণ করে যথাযথ মর্যাদা দান। ২. ডিউটি টাইম ৮ ঘণ্টা নির্ধারণ। ৩. সাপ্তাহিক ছুটি নির্ধারণ। ৪. ঈদ-পূজা, বড়দিনসহ উৎসবে ফুল বোনাস নির্ধারণ। ৫. বাৎসরিক ১০% হারে বেতন বৃদ্ধিকরণ। ৬। চাকরি হতে অব্যাহতি দিতে হলে উপযুক্ত কারণসহ কমপক্ষে ৩ মাস আগে লিখিতভাবে অবহিত করা। ৭. বাৎসরিক ছুটি ২০ দিন নির্ধারণ করা।