নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কপোতাক্ষ সেতুর পূর্বপাশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের মায়াকান্না দেখিয়ে লাভ হবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার বিএনপিই নষ্ট করেছে। এ দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, দুর্নীতিবাজ, খাম্বা সরকার, বিদ্যুৎ ও সার না দিয়ে মানুষকে গুলি করে মারা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না।
শহিদুল ইসলাম মিলন আরো বলেন, এই আসনে আগামী নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থীকে অবশ্যই শেখ হাসিনা মনোনয়ন দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, একেএম আমানুল কাদির টুল্লু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক দত্ত, মীর বাবরজান বরণ।
আরও বক্তব্য দেন ঝিকরগাছা ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন, হাজিরবাগ ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মোস্তফা আসাদুজ্জামান আসাদ, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দিন, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিমাই ঘোষ ও যুবলীগ নেতা তাজউদ্দিন তাজ, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-আহ্বায়ক লোটাস জোহা।