নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে অসুস্থ ও শিশুদের ছবি ফেসবুকে দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার মামলায় আটক শাহারিয়ার আজম আকাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন। আসামি শাহারিয়ার যশোর সদরের হামিদপুরের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর পিবিআই’র সাইবার মনিটারিং টিমের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মনিটরিংয়ের সময় একই নগদ নম্বর সংযুক্ত করে অসুস্থ ও শিশুর ছবি প্রচার করে সাহায্যের জন্য টাকা পাঠানোর আবেদনের বিষয়টি নজরে আসে। ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে একই বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করে সাহায্যের আবেদন করা হয়। এরপর পিবিআই নম্বরগুলো সনাক্ত করে ঘটনার সত্যতা পায়। এ ব্যাপারে পিবিআই’র এসআই ¯েœহাশিষ দাস তথ্য প্রযুক্তি ও প্রতারণার অভিযোগে শাহরিয়ার আজম আকাশকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহারিয়ারকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র এসআই ডিএম নুর জামাল হোসেন গত ১০ ফেব্রুয়ারি আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদ করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।