নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছার অদম্য তামান্না আক্তার নূরাকে মেডিকেল টিমের সদস্যরা বুধবার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এদিন তার পুরো শরীরের এক্সরে, রক্ত ও কার্ডিয়াক পরীক্ষা করা হয়।
তামান্নার পিতা মোহাম্মদ রওশন আলী জানান, গতকাল তার মেয়ের যাবতীয় শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকরা। এই রিপোর্ট পাবার পর আগামী শনিবার মেডিকেল বোর্ড বসবে। সেখানে জার্মাান থেকে আসা চিকিৎসকরাও থাকবেন। সেখানে সিদ্ধান্ত হবে তামান্না চলাফেরা করতে সক্ষম হবে কিনা।
গত মঙ্গলবার ঢাকার বার্ন ইনস্টিটিউটে তামান্না নুরাকে ভর্তি করা হয়েছে। ডা. সামন্ত লাল সেন মেডিকেল টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনের শুরু থেকেই পা দিয়ে লিখে একের পর এক কৃতিত্বপূর্ণ ফল অর্জন করা যশোরের তামান্না আক্তার নূরা শারীরিক প্রতিবন্ধিতা দূর হওয়ার সম্ভাবনা জেগেছে। এই অদম্য মেধাবীর দেহে কৃত্রিম দুটি হাত ও একটি পা সংযোজনের সম্ভাবনা নিয়ে গতকাল মেডিকেল পরীক্ষা করা হয়।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘তামান্না মঙ্গলবার যশোর থেকে এখানে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দুজনই তামান্না বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। তামান্নাকে হেঁটে চলায় সক্ষম করে তুলতে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা সে ব্যবস্থা করতে বলেছেন। সে অনুযায়ী মেডিকেল টিম কাজ করছে। শনিবার সিদ্ধান্ত হবে সে শরীরে কৃত্রিম দুটি হাত ও একটি পা সংযোজন হবে কিনা।
অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. আর আর কৌরি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথমে এক্স-রে করে দেখেছি তামান্নার যে পাটি ভালো আছে সেটির বোন জয়েন্ট ঠিক আছে কিনা। সে একটি পায়ে ভর করে দাঁড়াতে পারলে আমরা অন্য পায়ে আর্টিফিসিয়াল লিম্ব (কৃত্রিম পা) লাগাব।