নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যুব ফুটবল দলের সাবেক খেলোয়াড় মান্নাফ রাব্বি। চলমান বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন যশোর সদরের চুড়ামনকাটি এলাকার বাসিন্দা রাব্বি। আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো ভিলা সান কার্লোস ক্লাবে খেলে আসা খেলোয়াড় মিনহাজুল করিম স্বাধীন। বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন স্যামুয়েল বোয়াটেং। ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ঘানার সামুয়েল বোয়াটেং। এছাড়া সম্প্রতি ফেডারেশন কাপে একটি হ্যাটট্রিকও করেছেন। মোহামেডানের হয়ে খেলা আর এক খেলোয়াড় সিদ্দিক।
এ চারজনই যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দল সদর উপজেলার হয়ে রোববার প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন। সদরের টিমে শুধু এরাই না যশোর জেলা টিমের পরিচিত মুখ মিডফিল্ডার জাহিদ হাসান, আব্দুর রহমান বাবু, ডিফেন্ডার আক্তার বাবু, গোলরক্ষক মিতুল হাসানের মতো খেলোয়াড় ছিলেন। বলা যায় তারকা ফুটবলারদের মিলন মেলা বসিয়ে ছিল সদরের টিম ম্যানেজমেন্ট।
তারার মেলা বসিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সদর উপজেলা দল। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে স্যামুয়েল বোয়াটেং’র হ্যাটট্রিকে ৩-১ গোলে শার্শা উপজেলাকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে যায়গা করে নিয়েছে সদর উপজেলা। শার্শার একমাত্র গোলটি করেছেন সজীব। হ্যাটট্রিক করা বোয়াটেং হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।
এদিন সদরের হয়ে দুর্দান্ত খেলেছেন মান্নাফ রাব্বি ও স্যামুয়েল বোয়াটেং। কোন গোল না পেলেও বোয়েটেং এর দুই গোলে অবদান ছিল রাব্বির। তবে স্বাধীন তার নিজের ছায়া হয়ে ছিলেন। ঠিক মতো বলই রিসিভ করতে পারছিলেন। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেননি। মিডফিল্ডার জাহিদ হাসান পুরাতন ঝলক দেখিয়েছেন। ডিফেন্ডার আক্তার বাবুও ছিলেন অবিচল। তবে খুব বেশি পরীক্ষার সম্মুখিন হতে হয়নি গোলকিপার মিতুলকে। শার্শার ফরোয়ার্ড শিপন বেশ কয়েকবার ডিবক্সের মধ্যে আতংক সৃষ্টি করলেও তা খুব বেশি সমসা হয়নি।
তবে ম্যাচের প্রথমার্ধে কোন দলই দর্শকদের জন্য দুর্দান্ত খেলা উপশহার দিতে পারেননি। মাচের শুরুতে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামে সদর। ফরোয়ার্ড লাইনের দুই পাশে রাব্বি ও স্বাধীন আর মাঝ খানে ছিল বোয়াটেং। মিডফিল্ডে দায়িত্বে ছিলেন জাহিদ হাসান, বাবু ও সিদ্দিকের কাঁদের।
ম্যাচের চার মিনিটে গোলের সুযোগ মিস করে সদরের জাহিদ। তার ডান পায়ের শট গোলবারের পাস দিয়ে বাইরে যায়। ১৭ মিনিটে শার্শার শিপনের হেড গোলবারের উপরের দিয়ে যায়। ম্যাচের ২৭ মিনিটে প্রথমবারের মতো গোলমুখ খোলেন বোয়াটেং। ডান দিক থেকে রাব্বির ক্রসে প্লেসিং শটে গোল করে সদরকে আনন্দের উপলক্ষ্য এনে দেন। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সদর।
বিরতিতে ডাগ আউটে বসে মান্নাফ রাব্বিকে শামস্-উল-হুদা ফুটবল একাডেমির কোচ কাজী মারুফ লং পাসে খেলার কথা বলছিলেন। কোচের কথা মতো বিরতি থেকে ফিরে এসে ডান পাশ থেকে বোয়াটেং এর উদ্দেশ্যে লং পাস করেন। তা থেকে গোল করতে বিন্দু মাত্র ভুল করেননি বোয়াটেং। তৃতীয় গোল পেতেও খুব বেশি সময় নেননি বোয়াটেং। শার্শার গোলরক্ষক বাবু ডিফেন্ডারের উদ্দেশ্য বল পাঠান। তবে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বোয়াটেং এর কাছে। তা থেকে নিজের হ্যাটট্রিক পূর্ন করেন।
ম্যাচের ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে গোল করে ৩-১ করেন শার্শার সজীব। পরের সদর উপজেলা আরও কয়েকটি গোলের সুযোগ পেলে তা থেকে গোল আদায় করতে পারেনি।
এর আগে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ্। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, এনসিপি যশোরের যুগ্ম সমন্বয়ক মনিরুজ্জামান আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান।
এদিকে দর্শক সারিতে বসে ম্যাচ উপভোগ করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে দলটির মনোনয়ন পাওয়া অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া ম্যাচ শুরুর আগে যশোর জেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। যশোর জেলা প্রশাসক আয়োজিত টুর্নামেন্টে ৮টি উপজেলা দল অংশ নিচ্ছে। ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
