নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালত একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ড. জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা বিএনপি। বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল প্রতিবাদ জানায়।
এসময় দলীয় নেতৃবৃন্দ বলেন, দেশের বিচার বিভাগ আজ কতটা স্বাধীন ও নিরপেক্ষ সেটি আবারও প্রমাণিত হলো ফরমায়েশি রায়ের মধ্য দিয়ে। সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগে আজ জনগণের ন্যূনতম ন্যায় বিচার প্রাপ্তিও নিশ্চয়তা টুকু নেই। বিচার বিভাগের দলীয় করণের এটা আর একটি নিকৃষ্ট নজির। একদফার চলমান আন্দোলনকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে। যেমনটি করেছে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদ- দিয়ে। বিনাশ ও সংকীর্ণতার পথ অবলম্বন করে তারা ন্যায়বিচারকে দেশান্তরিত করেছে। বিচারের নামে এই প্রহসন, এই ফরমায়েশী রায় সমগ্র দেশবাসীর ন্যায় সমগ্র যশোরবাসীও প্রত্যাখ্যান করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবি জানান।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনীর রায় ঘোষণাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর জুড়ে পুলিশের বেশ তৎপরতা লক্ষ্য করা যায়। বিশেষ করে শহরের লালদীঘিপাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এদিন সকাল থেকে পুুলিশের বাড়তি নজরদারি ছিল। এর বাইরে শহরের বিভিন্ন প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তাদের অবস্থান চোখে পড়ে।