ক্রীড়া প্রতিবেদক
সাজ্জাদের অর্ধশত, ইব্রাহিম, সাইফুজ্জামান ও মাহফুজের ৩০ ছাড়ানো ইনিংসে প্রথমে ব্যাট করে ২৪৬ রান সংগ্রহ করে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ। পরে প্রতিপক্ষ ইলেভেন স্টারকে স্পিন ঘূর্ণিতে একাই ধস নামিয়ে দেন তৌহিদ। তৌহিদের স্পিন ঘূর্ণিতে ইলেভেন স্টার ২৮ ওভার ৪ বলে ১০৫ রানে গুটিয়ে যায়। তাতে ১৪১ রানের বড় জয়ে যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করলো বসুন্দিয়ার মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ।
মঙ্গলবার টস হেরে শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুসলিম ফ্রেন্ডস নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। রান তাড়ায় ২৮ ওভার ৪ বলে ১০৫ করতে পারে ইলেভেন স্টার।

ব্যাট হাতে মুসলিম ফ্রেন্ডসের সাজ্জাদ ৭১ বলে ১১টি চার ও ২টি ছয়ে ৬৬, মাহফুজ ৮০ বলে ৪টি চারে ৩৯, ইব্রাহিম ২৩ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৩৮, সাইফুজ্জামান ১৮ বলে ২টি চার ও এক ছয়ে ৩২, হুমায়ন ২৯ রান করেন।
বল হাতে ইলেভন স্টার’র হোসাইন ২৬ রানে ৩টি, সামি ২টি, রিপন ও সৈকত ১টি করে উইকেট দখল করেন। ব্যাট হাতে ইলেভেন স্টারের আরিফ ৩৩ বলে ২টি চার ১ ছয়ে ৩৩, হোসাইন ১৯ ও আবিদ ১৫ রান করেন। মুসলিম ফ্রেন্ডসের তৌহিদ ৮ ওভার হাত ঘুরিয়ে এক মেডেনসহ ২২ রানে ৫টি, সাইফুজ্জামান ১৬ ও ইমরান ২টি উইকেট দখল করেন।
