নিজস্ব প্রতিবেদক
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠের লড়াইয়ে নামছে যশোর। রোববার প্রথম ম্যাচে যশোরের প্রতিপক্ষ প্রতিবেশি নড়াইল জেলা। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। তবে এ ম্যাচে মাঠে নামার আগে দল গঠন নিয়ে গত কয়েক দিনের নাটকীয়তা ভুলে গিয়ে নতুন শুরুর অপেক্ষায় রয়েছে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।
আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও আজকের খেলার দিকে পূর্ন মনোযোগ রাখতে চায় আনোয়ার পারভেজের শিষ্যরা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা বলে জয়ের বিকল্প কিছু ভাবছে না টিম ম্যানেজমেন্ট। এই জন্য শনিবার বিকেলে চূড়ান্ত দল নিয়ে শেষবারের মত অনুশীলন করেছে কোচ আনোয়ার পারভেজ।
অনুশীলন শেষে শেষে আনিসুল হক খোকা বাবুকে দলের অধিনায়ক ও আরঙ্গ জেবকে সহঅধিনায়ক ঘোষনা করা হয়েছে। অনুশীলন দেখে মনে হয়েছে মাঠে ৪-৩-৩ ফরমেশনে খেলানো হবে। তবে কখনো কখনো এটা ৪-৪-২ ফরমেশন হয়ে যেতে পারে।
দলের অধিনায়ক খোকা বাবু বলেন, আজ (গতকাল) প্রাকটিশ শেষে আমাকে অধিনায়ক ঘোষনা করা হয়েছে। এখনো দল নিয়ে খুব বেশি চিন্তা করতে পারেনি। তবে কয়েকদিনের অনুশীলনে খেলোয়াড়দের অনেক ফিট মনে হয়েছে। সবচেয়ে বড় খবর হচ্ছে দলে কোন ইনজুরির সমস্যা নেই। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সহকারি ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার। এবার আমাদের টিমে বড় কোন নাম না থাকলেও নতুন উদীয়মান কিছু খেলোয়াড় রয়েছে। যারা নিজেদের প্রমানের জন্য মুখিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু প্রতিযোগিতা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা তাই আজকের ম্যাচ আমাদের জন্য অনেক ভাইটাল। এই ম্যাচ দিয়ে আমরা পরের রাউন্ডে এক পা দিয়ে রাখতে চায়।
কোচ আনোয়ার পারভেজ বলেন, দল গঠনের ঘটনা দলের খেলোয়াড়রা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে চাই। আমি মাত্র ৪-৫ দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। যে সময় পেয়েছি তাতে ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে।
এছাড়া কোচ হিসেবে প্রথমবারের মতো জেলা দলের দায়িত্ব নেয়া আনোয়ার পারভেজ আরও বলেন, প্রত্যেক কোচই চাই জয় দিয়ে শুরু করতে। আমিও তার বিপরীত নয়। জয় পেলেই গত কয়েকদিনের ঘটনা সবাই ভুলে যাবেন বলে মন্তব্য করেন।
এদিকে শনিবার প্রাকটিশ শেষে জেলা প্রশাসক আজহারুল ইসলাম জেলা দলের জার্সি উন্মোচন করেন। এসমসয় সাবেক বর্তমান ফুটবলার ও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২০২১ সালের ডিসেম্বরে মাঠে গড়ানো সর্বশেষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের তিক্ত অভিজ্ঞতাও ভুলে থাকতে চান দলে বিগত দলে থাকায় খোকা বাবু ও আরঙ্গ জেব। এবার এ দুজনের কাধে রয়েছে দলের অধিনায়কত্বের ভার। সর্বশেষ আসরে প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলে খুলনা বিপক্ষে জয় তুলে নেয়। পরের রাউন্ডে গোপালগঞ্জের মাঠে ২-০ গোলে জয় নিয়ে ঘরের মাঠে খেলতে নামে। সেই ম্যাচে ২-১ গোলে হারের পরও গোল গড়ে এগিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে যশোরের খেলোয়াড়রা। কিন্তু ম্যাচ কমিশনারের বাইলজ সম্পর্কে ধারনা না থাকায় থাকায় যশোর-গোপালগঞ্জের মধ্যে কে খেলব পরের রাউন্ডে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। তবে পরে যশোর জেলা দলের কর্মকর্তা খেলতে অস্বীকৃতি জানিয়ে বলে রিপোর্ট দেয় ম্যাচ কমিশনার। তাতে কপাল পড়ে যশোরের।