নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার দশপাখিয়া বাজার একতা সমিতির সাধারণ সম্পাদক শাহাজান আলী গাজীর বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সমিতির টাকা আত্মসাৎ করে তিনি ক্ষ্যান্ত হয়নি; উল্টো সমিতির নামে তিনি মিথ্যা মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এই অভিযোগ করেন সমিতির সভাপতি আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে তার সঙ্গে সমিতির অধিকাংশের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দশপাখিয়া বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান লিখিত বক্তব্যে বলেন, ‘সমিতির সদস্যরা মাসিক ৫০০ টাকা হারে চাঁদা প্রদান করে এবং এ টাকা সংগ্রহ করে কমিটির দায়িত্বে সদস্যদের মধ্যে লোন প্রদান করা হয়। সমিতির মেয়াদ ২০২১ সালের নভেম্বর মাসে শেষ হয়। সমিতির মেয়াদ শেষে সদস্যদের মাঝে এ লাভসহ টাকা বিতরণের জন্য সমিতির পরিচালনা কমিটির সাধারণ শাহাজাহান আলী গাজীর উপর দায়িত্ব দেওয়া হয়। সমিতির মোট সদস্য ২০৪ জনের মাঝে লাভসহ টাকা প্রদান করতে থাকে। কিছু সংখ্যক সদস্যকে টাকা দিয়ে বাকী সদস্যদের পাওনা টাকা না দিয়ে সম্পাদক শাহাজাহান আত্মগোপনে চলে যান। বাকী সদস্যরা পাওনা টাকা চাইতে গেলে তিনি মিথ্যা মামলা ও লিগাল নোটিশের মাধ্যমে সদস্যদের নামে মিথ্যা মামলা করবে বলে ভয় দেখান। সমিতির ১৩ সদস্যের কমিটি কারোর কথা শাহাজান গাজী না শুনে নিজের ইচ্ছা মতো সমিতি পরিচালনা করেছেন। সমিতির সদস্যদের টাকা না দিয়ে শাহাজান গাফলতি করছেন। একই সঙ্গে তিনি সদস্যদের নামে মিথ্যা হয়রানিমূলক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, ইউপি সদস্য শওকত হেসেন, কিতাব আলী, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, দশপাখিয়া বাজার একতা সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।