দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিশিষ্ট সমাজসেবক, দানবীর একটানা ২২ বছরের সফল চেয়ারম্যান ছালামতুল্লাহ গাজী সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯ টার সময় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমের জানাজার নামাজ বাদ যোহর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জানাজা শেষে তার প্রতিষ্ঠিত মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানদের রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সখিপুর আহ্ছানিয়া মিশন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজসহ দেবহাটা উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, সখিপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
আরও পড়ুন: ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুনো আসাদ মারা গেলেন