গত কয়েক দিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থা চলবে আগামী এক সপ্তাহজুড়ে। আজ শনিবার যশোর শহরের বড়বাজার (এইচএমএম) সড়কের চিত্র নিয়ে তা ছবিতে তুলে ধরা হলো । ছবি : ইলিয়াস সাজু
প্রচণ্ড গরম থেকে কোলের শিশুকে রক্ষা কতে ছাতা মাথায় এক মাগরমে শিশুর জামা খুলে মাথায় দিয়ে রোদ থেকে রক্ষা পাওয়া চেষ্টাঈদের বাজারে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই।ঈদের কেনাকাটা করতে আসা এক ব্যক্তি ছোট্ট বাচ্চাকে রোদ থেকে বাঁচানোর জন্য ব্যাগ দিয়ে মাথা ঢেকে রেখেছেন।দাবদাহে তৃষ্ণাত্ব শিশু আইসক্রিম খেয়ে তৃষ্ণা নিবারণ করছে