নিজস্ব প্রতিবেদক
যশোরে দুইটি ভেড়া চুরির অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত ৩০ জুলাই সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভেড়ার মালিক একই গ্রামের ইনছার আলী বাদী হয়ে ৩ আগস্ট কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।
আসামিরা হলো, মনোহরপুর গ্রামের আকবর আলীর ছেলে সবুজ, মতিয়ার রহমানের ছেলে হাসিফ, আবু জাফরের ছেলে সালমান ও ফুলবাড়ি গ্রামের আবুল কাসেমের ছেলে আরিফ হোসেন।
বাদী মামলায় জানিয়েছেন, তার সাতটি ভেড়া আছে। প্রতিদিনের মত গত ৩০ জুলাই সকালে সাতটি ভেড়া মনোহরপুর মাঠে ছেড়ে দেন। দুপুরে ভেড়াগুলো নিজেরাই বাড়িতে আসে। কিন্তু ওইদিন না আসায় বিভিন্নস্থানে খোঁজখবর নিয়ে জানতে পারেন যে আসামিরা দুইটি ভেড়া চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। স্থানীয় ভাবে ভেড়া দুইটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় এই মামলাটি করেছেন। কিন্তু এই মামলার কোন আসামিকে আটক ও ভেড়া দুইটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেছেন, ভেড়া উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।