নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি সভা করেছে শার্শা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, “বিএনপি সব সময়ই সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। পূজাম-পে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে দলীয়ভাবে আমরা সচেষ্ট থাকবো।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল।
উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে বিএনপির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।