সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় চারটি ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আসিফুর রহমানের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়।
জরিমান হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-দেবহাটার শ্রীরামপুরের আশুরা পারভীনের মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়ার মো. ফজলুর রহমানের মেসার্স জিহাদ ব্রিকস, হাদীপুরের মো. শফিক আহম্মেদের মেসার্স এসকে ব্রিকস ও মো. রেজোয়ান হোসেনের মেসার্স রুপা ব্রিকস।
একই সঙ্গে ইট প্রস্তুতি ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ছাড়পত্র নবায়ন না থাকায় একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদফতর।
