দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশ কর্তৃক মাত্র চার ঘন্টার মধ্যে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারপূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহসহ ওসি (তদন্ত) তুহিনুজ্জামানের দ্রুত পদক্ষেপ গ্রহণে নিখোঁজ সুমা পারভিন (১৮) কে ঝিনাইদহ থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
দেবহাটা থানা সূত্র জানায়, মায়ের উপর রাগ করে উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের সুমা পারভীন বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এ ঘটনায় সুমার মা দেবহাটা থানায় জিটি করলে পুলিশ তৎপর হয়ে উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইদহ সদর থানার সহযোগিতায় চার ঘন্টার মধ্যে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করেন এবং পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহষ্পতিবার সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।