নিজস্ব প্রতিবেদক
চোরাচালান মালামাল উদ্ধারে ‘খ’ গ্রুপে দেশসেরা হয়েছে যশোর জেলা পুলিশ। ২০২২ সালের এই সাফল্যে পুলিশ সপ্তাহ-২০২৩ এর তৃতীয় দিনে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। সর্বমোট দুটি পুরস্কার লাভ করেছে যশোর পুলিশ।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের তৃতীয় দিনের অনুষ্ঠানে সাফল্যের পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের হাতে পুরস্কার তুলে দেন।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পুরস্কার প্রাপ্তিতে আমরা জেলা পুলিশ আনন্দিত। এই প্রাপ্তির সমান অংশীদার যশোরবাসী ও জেলা পুলিশের প্রতিটা সদস্য। এই পুরস্কার প্রাপ্তি জেলা পুলিশের আগামী দিনের কর্মস্পৃহাকে আরো বেশি গতিশীল করবে। আমরা আশা রাখি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সাথে বাংলাদেশ পুলিশের অভিভাবকের প্রতি চিরকৃতজ্ঞ।
সর্বশেষ
- দিল্লিতে হিন্দুত্ববাদীরদের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা !
- ‘দাদুর পাশে থাকতে চাই’—আবেগঘন বার্তায় জাইমা রহমান
- নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
- ছয় পা নিয়ে জন্ম নিল বাছুর, লাখ টাকাতেও বিক্রি না করার ঘোষণা
- যশোরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
- অভয়নগরের আলোচিত জনিসহ ১০ জনের নামে চার্জশিট
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
