নিজস্ব প্রতিবেদক
সোমবার যশোর শহরের ভোলাট্যাংক রোডস্থ ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে দৈনিক কল্যাণ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস সাজুর (বাদশা) মোটরসাইকেল চুরি হয়েছে।
গতকাল বিকেল ৫ টার দিকে ভোলট্যাংক রোডে যশোর জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচি চলাকালে তিনি পেশাগত দ্বায়িত্ব পালনের জন্য সেখানে যান এবং ফায়ার সার্ভিস অফিসের সামনের প্রাচীর সংলগ্ন স্থানে ভিক্টর-আর ১০০ সিসি লাল রংয়ের মোটরসাইকেলটি রেখে দেন। সেখান থেকে চুরি হয়ে যায় মোটরসাইকেলটি। যার ইঞ্জিন নং-এলসি-১৫০এফএমজিআইএ১০৬৩১৪, চ্যাসিস নং-এলএলসিএলপিএইএল০৩এএ১০০২৩১। এ ঘটনায় সাংবাদিক সাজু যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক কল্যাণ’র ফটো সাংবাদিক ইলিয়াস সাজুর মোটরসাইকেল চুরি
৩১২ Views