নিজস্ব প্রতিবেদক
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় যশোরে হাজারো মানুষের অংশগ্রহণে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া–মুনাজাতে অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লীসহ সর্বস্তরের মানুষ। “আমিন… আমিন…” ধ্বনিতে ঈদগাহ এলাকা মুখর হয়ে ওঠে।
নির্ধারিত সময় বিকেল ৪টার আগেই—সাড়ে তিনটার দিকে—মুসল্লীরা ঈদগাহ ময়দানে সমবেত হতে শুরু করেন। আসরের নামাজ আদায় করেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মান্নান। নামাজ শেষে অসুস্থ দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
‘খালেদা জিয়া জাতির অভিভাবক’ — অনিন্দ্য ইসলাম অমিত
মুনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের বাকস্বাধীনতার প্রশ্নে সারাজীবন আপোষহীন লড়াই করেছেন। সে কারণে তিনি দলের সীমা ছাড়িয়ে জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তাঁর অসুস্থতায় সমগ্র দেশবাসী দোয়া করছেন।”
তিনি আরও বলেন, যশোরের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। যশোর ২৫০ শয্যা হাসপাতাল উন্নীতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫০ শয্যায় সম্প্রসারণ, যশোর মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি কলেজে ভবন নির্মাণ, নতুন অনার্স কোর্স চালুসহ গ্রাম–পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানোর উদ্যোগ—সবই বেগম জিয়ার সময়কার উল্লেখযোগ্য উন্নয়ন।
তিনি বলেন, “সমগ্র বাংলাদেশ আজ গণতন্ত্রের মাতার সুস্থতার জন্য দোয়া করছে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া কবুল হয়ে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এ সময় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের উপস্থিতি ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ ইসহক, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মকুল, সিরাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন—
জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইসমাইল হোসেন, জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, জাগপার জেলা সভাপতি নিজামুদ্দিন অমিত, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক মোহাম্মদ নুরুজ্জামান, প্রফেসর আব্দুল কাদের, ড্যাবের সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।
আরও উপস্থিত ছিলেন—
চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান,চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু,দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন।
এছাড়া জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ, দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা; কলেজ শিক্ষক সমিতি, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দোয়া–মুনাজাতে অংশ নেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
