নিজস্ব প্রতিবেদক
যশোরে এক তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা ও ৭ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানি করার অভিযোগ ঘটনা ঘটেছে। শহরের টালিখোলা এবং সদর উপজেলার আড়পাড়া গ্রামে পৃথক এই দু’টি ঘটনায় কোতোয়ালি ভুক্তভোগী পরিবার মামলা করেছে।
৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে টালিখোলা মাদরাসা পাড়ার হোসেন ড্রাইভারের ছেলে আজিজুল ইসলাম এবং আড়পাড়া গ্রামের তরুণী অন্তঃসত্ত্বার ঘটনায় মৃত মহাসিন বিশ্বাসের ছেলে সাগর হোসেনকে আসামি করা হয়েছে।
শিশু কন্যাকে যৌন হয়রানির ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় বলা হয়েছে, তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে। বর্তমানে ৭ বছরের মেয়ে এবং ৩ বছরের ছেলে ও স্বামীসহ তারা যশোর শহরের টালিখোলা এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। আসামি আজিজুল তাদের প্রতিবেশি। সে কারণে আজিজুল মাঝেমধ্যে তাদের বাড়িতে যাওয়া-আসা করতো। মেয়েটির বাবা রঙ মিস্ত্রি এবং তার মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেন। প্রতিদিনের মতো গত ২৯ সেপ্টেম্বর সকালে তারা বাড়ি থেকে বের হয়ে যান। এই সুযোগে আসামি আজিজুল ইসলাম তাদের ঘরে এসে মেয়েটিকে যৌন হয়রানি করে। দুপুরে বাড়িতে আসার পরে মেয়েটি তার মাকে বিষয়টি জানায় তার মেয়ে। পরে স্থানীয়দের জানিয়ে এই ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন। তবে আসামি এখনও আটক হয়নি।
অপরদিকে সদর উপজেলার আড়পাড়া গ্রাামে এক তরুণীর বাবা ১০ আগে মারা গেছে। তার মা অন্যত্র বিয়ে করে সেখানেই সংসার করেন। মেয়েটি তার চাচার বাড়িতে থাকে। আসামি সাগর হোসেন তাদের প্রতিবেশি। সে কারণে মাঝেমধ্যে সাগর তাদের বাড়িতে যাতায়াত করতো। গত দুই বছর ধরে সাগর মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে মেয়েটি দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো সাগর। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৯ সেপ্টেম্বর সকালে মেয়েটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। ফলে সাগর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে আল্ট্রাসনো গ্রাম করে মেয়েটি ৫ মাস দুইদিনের অন্তঃসত্বা বলে ডাক্তার জানিয়েছে। এসময় সাগর মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চেষ্টা করে। ফলে তাৎক্ষণিক মেয়েটি এই বিষয়ে তার চাচা ও চাচীকে জানায়। তার চাচা-চাচী ওই সময় হাসপাতালে গিয়ে বিষয়টি জানতে পারেন। সর্বশেষ গত ২৮ এপ্রিল সাগর মেয়েটিকে ধর্ষণ করে। সে এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয়ভাবে বিষয়টি মিমায়সা না হওয়ায় থানায় এই ঘটনায় মামলা করেছেন মেয়েটির চাচা। তবে আসামি সাগর পলাতক রয়েছে।
