নিজস্ব প্রতিবেদক
যশোরের নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদরের কানাইতলায় নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হুমায়ুন কবীর তুহিন, শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত একব্বার মন্ডলের ছেলে খায়রুল আলম ও বেনাপোল পোর্ট থানার কদমতলা-বারোপোতা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।
কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, চলতি বছরের ১৮ নভেম্বর বিকেলে সদর উপজেলার যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলা রাস্তা অবরোধ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করে আসামিরা। ওই ঘটনায় গত ২০ নভেম্বর অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় গত বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে আটকের পরে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।