নিজস্ব প্রতিবেদক
নকল লোগো লাগিয়ে অবৈধভাবে সিলিন্ডার রিফিল ও বিপণনের অভিযোগে যশোর শহরের করিম পেট্রোলিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের কারবালা রোড এলাকায় করিম পেট্রোলিয়ামের মালিকানাধীন একটি বাড়ির সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে এই অনিয়ম ধরা পড়ে। পরে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম তার নিজ বাসার ভেতরে অবৈধভাবে সিলিন্ডার রিফিলের কাজ পরিচালনা করতেন। তিনি যানবাহনে ব্যবহৃত অতি তরল ও উচ্চদাহ্য এলপিজি বাসাবাড়ির সিলিন্ডারে রিফিল করে নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নকল লোগো ব্যবহার করে বাজারজাত করতেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন নাভানার স্থানীয় পরিবেশক আরমান আলী টুটুল। তিনি বলেন, গাড়ির এলপিজি এবং গৃহস্থালির সিলিন্ডারে ব্যবহৃত এলপিজির গঠনগত পার্থক্য রয়েছে। সাধারণ গ্রাহক তা বুঝতে পারেন না, যা বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
আরমান আলী আরও জানান, বাজারে নাভানার ৩৩ কেজি সিলিন্ডার সরবরাহ না থাকলেও গ্রাহকদের কাছে তা দেখা যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের সংশ্লিষ্টতা উঠে আসে।
অভিযানে ১৮টি অবৈধভাবে রিফিল করা সিলিন্ডার জব্দ করা হয়। পরে করিম পেট্রোলিয়ামের ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার।