নড়াইল প্রতিনিধি
নড়াইলে আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে নড়াইল পৌর কবরস্থানের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নড়াইলে আল-উম্মাহ্ হিফ্জ একাডেমি কমপ্লেক্সের সৈয়দ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর নান্নুর সার্বিক সঞ্চালনায় নবনির্মিত ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা যুবলীগ সদস্য এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম নান্তুসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নৈশভোজে যোগদান করেন।