সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে গাঁজাসহ সাইদুর রহমান ওরফে ছোট্ট নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি সদর পৌর এলাকার ডুমরতলা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই মোঃ সেলিম মুন্সী, এএসআই মোঃ সোহরাব হোসেন, কনস্টেবল আশরাফুজ্জামান ও তারেক সহ সদর পৌর এলাকার ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৌর এলাকার ডুমরতলা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে মোঃ সাইদুর রহমান মোল্লা ওরফে ছোট্ট (৫০) কে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ (পাচঁশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান। নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান (ওসি ডিবি)।