নড়াইল প্রতিনিধি
নড়াইলে ছেলেকে না পেয়ে ৮০ বছর বয়সী বাবাকে কুপিয়ে প্রতিশোধ নিলো দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রোববার রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলার চরব্রাক্ষণডাঙ্গা গ্রামে এ হত্যা চেষ্টার ঘটনাটি ঘটানো হয়েছে।
লুৎফর রহমান মোল্যা নামে হামলার শিকার ঐ বৃদ্ধকে নড়াইল সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়া হয়েছে। এসময় কোপানো হয় এক মুদি দোকানী ও তার বোনকে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সায়েম, তায়জল পক্ষের সঙ্গে চরব্রাক্ষণডাঙা গ্রামের নাজির মোল্যা পক্ষের বিরোধ চলছে। এরই জেরে রোববার রাত আটটার দিকে তায়জল, সায়েম, কায়েমের নেতৃত্বে কয়েকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নাজির মোল্যার বাড়িতে হামলা চালায়।
এসময় তারা নাজিরকে না পেয়ে তার বৃদ্ধ বাবা লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধারারো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপালে তিনি গুরুত্বর আহত হন। এ সময় সুজন নামে এক দোকানীকে কোপানোর সময় সুজনের বোন নাসিমা ভাইকে বাঁচাতে গেলে দুর্বৃত্বরা তাকেও এলোপাথাড়ি আঘাতে আহত করে পালিয়ে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে লুৎফর মোল্যাকে উচ্চতর চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়।
নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথী রায় জানান, বৃদ্ধ লুৎফর রহমানের বুকের বামপাশে, বাম হাতেরর জয়েন্ট সংলগ্ন ধারালো অস্ত্রের গভীর ক্ষতসহ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেয়া হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ঘটনা পরবর্তী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে জোর চেষ্টা চলছে।