নড়াইল প্রতিনিধি: বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের ওয়াপদার বেড়িবাঁধের ড্রেন থেকে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ জেলা শাখার সাবেক সহ সভাপতি শেখ আবু তালেবের (৭৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নড়াগাতি থানাধীন মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয় খোঁজাখুজির একপর্যায়ে আধা কিলোমিটার দূরে গন্ধবাড়িয়া গ্রামের সড়কের পাশে ওয়াপদার ড্রেনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মাউলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আশরাফুল আলম বলেন, স্থানীয় একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিল। ১৭ নভেম্বর মাদরাসার পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির গঠন করার শেষ দিন ছিলো।
আবু তালেব পূর্বে মাদরাসার এডহক কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনে তার প্যানেল জয়লাভ করায় তিনিই আবার সভাপতি হতেন। তিনি আবারও যাতে সভাপতি হতে না পারেন প্রতিপক্ষ প্যানেলের লোকজন শত্রুতার কারণে তাকে হত্যা করে থাকতে পারে।
মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক বলেন, মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দুই প্যানেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের এমন মৃত্যু সত্যিই দুঃখজনক।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাত ১১ টার সময় পুলিশ বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।