নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় জনি শেখ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার উপজেলার লোহাগড়া রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে তিনি লোহাগড়ায় যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসির উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।