নড়াইল প্রতিনিধি
নড়াইলে জালিয়াতি কাগজ পত্র তৈরি করে জোরপূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নড়াইল জেলা জজ আদালত সড়কে এক আইনজীবীর কক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার ভুক্তভোগি আব্দুল হান্নান মুন্সী। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উত্তর লংকার চর গ্রামের আব্দুল হান্নান মুন্সী বলেন, গ্রামের বাড়ির কিছু জমি কেনার কথা বলে ওই গ্রামের মোস্তাক মুন্সী ও তার ভাই কালাম মুন্সী (৫৫) এবং দলিল লেখক মঈন হাসান কাজল (৪৮) পর্চাসহ কিছু কাগজপত্র নিজেরা তৈরি ও স্বাক্ষর করেন। এরপর ওইসব কাগজের মাধ্যমে জমি লিখে নেয়ার জন্য আব্দুল হান্নান মুন্সীকে স্বাক্ষর দিতে বলেন। এ সময় তিনি দলিল পড়তে চাইলে এবং জালিয়াতির বিষয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে তারা ক্ষমা চেয়ে গত বছরের ২৮ আগস্ট লোহাগড়া রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রায় ৮শতক জমি লিখে দেন। ওই সময় মোস্তাক মুন্সী,কালাম মুন্সী ও দলিল লেখক কাজল আরোও কিছু দলিলে স্বাক্ষর দিতে বলেন। ওই সব দলিল পড়ে দেখতে চাইলে এবং কেন আরোও দলিল সৃষ্টি করা হচ্ছে ? জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে তার ওপর আক্রমণ করে দলিলে স্বাক্ষর দেয়ার জন্য হুমকি ও ভয় ভীতি দেখায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল হান্নান মুন্সী কৌশলে পালিয়ে গ্রামের বাড়ি চলে যান। ওই দিন বিকেলে মোস্তাক মুন্সী তার ওপর আবারও আক্রমণ করে।
বাধ্য হয়ে তিনি কালাম মুন্সী, মোস্তাক মুন্সী ও মঈন হাসান কাজল সহ তাদের সহযোগিদের বিরূদ্ধে মোতাবেক মামলা করেন। আব্দুল হান্নান মুন্সী আরো জানান, কালাম মুন্সী নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায় তার ও তার বোনের নামে মামলা দিয়ে হয়রানি করছেন। নিজেকে ক্ষমতাধর পরিচয় দিয়ে কালাম মুন্সী ঘোষনা দিয়েছেন টাকার জোরে সবকিছু নিজের পক্ষে নিয়ে আব্দুল হান্নান মুন্সীকে দেখে নেবেন। এতে তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হয়রানী ও ষড়যন্ত্র থেকে বাঁচতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।