নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইমুর রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে বুধবার ভোরে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার স্বজনরা জানান, সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সদস্যবৃন্দ।
সর্বশেষ
- ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল যবিপ্রবি ক্যাম্পাস
- বিদায় জুলাইয়ের মুখ ওসমান হাদি; এক সাহসী কণ্ঠের প্রস্থান
- ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- ‘আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে’
- ওসমান হাদি মারা গেছেন
- ঘোপের আওয়ামী লীগ নেতা কালা সাইদ আটক
- যশোরে জাতীয় পার্টির মনোনয়ন লড়াইয়ে উত্তাপ, ছয় আসনে ১৫ প্রার্থী
- নির্বাসনের অবসান, প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণ
