নিজস্ব প্রতিবেদক :
সোমবার যশোরের বাঘারপাড়ায় নাড়িকেলগাছ থেকে পড়ে ফয়সাল আহম্মেদ (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে বাঘারপাড়ার আন্দোলবাড়ীয়া গ্রামের লিটন মোল্লার ছেলে ও ধলগ্রাম বীরপ্রতীক ইসহক আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, ফয়সাল সকালে নাড়িকেলগাছে ডাব পাড়তে উঠে। পরবর্তীতে গাছ থেকে নিচে মাটিতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ বলেন, স্থানীয়রা দুপুরে হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্য নিশ্চিত করা হয়।