নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের নবাগত চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে সংবর্ধনা প্রদান করেছে খুলনা বিভাগের নারী প্রধান শিক্ষকবৃন্দ। শনিবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
যদিও শেষ পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় নারী প্রধান শিক্ষকদের মিলনমেলায়। সকাল থেকেই দলে দলে আসতে থাকে খুলনা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষকবৃন্দ। দক্ষিণবঙ্গের প্রায় দেড় শতাধিক নারী প্রধান শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। এ সংসদ সদস্য বর্তমানে তালার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তার বক্তব্যে নারীদের ভয়কে জয় করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, স্পিকারসহ বিভিন্ন সেক্টরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। নারীরা কাজ করতে পারেন সেটা প্রমাণ করার জন্য নারীরা আরও শক্তিশালী হয়ে উঠছে। দুই একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া কর্মক্ষেত্রে পুরুষের তুলনা নারীরা কম দুর্নীতিগ্রস্ত।
অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। আরো দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা বোর্ডের নিজস্ব কোন আলো নেই। আপনারা আলোকিত হলে বোর্ডও আলোকিত হবে।
শিক্ষার্থীদের নিজ সন্তানের মত যত্ন গড়ে করে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষকদের।
অনুষ্ঠানে খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটি যশোরের নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, কুষ্টিয়ার সিরাজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আক্তার, ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সামাওয়াত, যশোর শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, মাগুরার জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জিন্নাত আরা, মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনার সুলতানা হামিদ আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন। পরিচালনা করেন ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন।
শিক্ষকদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গান ও আবৃত্তি। এর বাইরে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী সন্ধ্যা অধিকারী ও আদিবা কামাল গান পরিবেদশন করেন। নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীবৃন্দ। হাসি, গান, নাচ, খাওয়া-দাওয়া চলে পুরো অনুষ্ঠান জুড়ে। সমাজ গড়ার কারিগর শিক্ষকদের দৈনন্দিন জীবনের দায়িত্ব কর্তব্যের বাইরে একটি দিন যেন তারা নিজেদের অন্যভাবে আবিষ্কার করেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।