নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের নার্সারি ব্যবসায়ী ফারুক হোসেনের (৩২) মৃত্যুর প্রায় চারমাস পর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।
সোমবার রাতে মামলাটি করেন ফারুক হোসেনের মা আয়েশা খাতুন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। মামলায় আয়েশা খাতুন উল্লেখ করেছেন তার ছেলে ফারুক হোসেন নার্সারি ব্যবসা করতো। গত ১৭ জুন রাত সাড়ে ১০ টায় রাতে খাওয়া শেষে প্রয়োজনীয় কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর সে বাড়িতে ফেরেনি। তারপর খোঁজাখুজি করে ছেলের কোন সন্ধান করতে পারেনি। ১৮ জুন সকাল ৭ টায় সদর উপজেলার ভাটপাড়া দক্ষিণপাড়া গ্রামের জনৈক অধীরের বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে গাছের সাথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে এমন খবর পায়।
স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহ মাটিতে নামিয়ে গলা, ঘাড়সহ সামনে পিছনের জখমের কালো দাগ দেখা যায়। পরবর্তীতে থানা পুলিশ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে মরদেহ সুরতহাল করে। আয়েশা খাতুনের ধারণা তার ছেলেকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন: জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায়না : এমপি আফিল