ক্রীড়া ডেস্ক: চলছে বিশ্বকাপের ফুটবল দামামা। বিশ্ব আজ কাপছে ফুটবল জরে। তারই মধ্যে আজ রয়েছে আসরের গুরুত্বপূর্ণ ৪ টি ম্যাচ। তারমধ্যে রয়েছে ডিফেন্ডিং দুই চ্যাম্পিয়ানের খেলাও।
ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে, ‘ই’ গ্রুপে বিকেল ৪ টায় মরক্কোর মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও সন্ধ্যা ৭ টায় জার্মানি খেলবে জাপানের বিপক্ষে।
অন্যদিকে ‘এফ’ গ্রুপে রাতে স্পেন মুখোমুখি কোস্টারিকার ও মধ্যরাতে বেলজিয়াম খেলবে কানাডার বিপক্ষে।
২০১৪ সালে সর্বশেষ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। অপরদিকে প্রতিপক্ষ জাপান ১৯৯৮ আসর দিয়ে বিশ্বকাপে খেলে। পরের ছয়টি আসরেই বাছাই পর্বে পেরিয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা। শেষ ষোলোতে তিনবার খেলেছে জাপান।

‘এফ’ গ্রুপে স্পেনের বিশ্বমঞ্চে সেরা সাফল্য ২০১০ সালে চ্যাম্পিয়ন। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আটটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জয় পায় স্পেন। প্রতিপক্ষ কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে তৃতীয় সফল দল কোস্টারিকা। এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলছে বিশ্বসেরার মঞ্চে।
পরিসংখ্যানে দেখা যায় বিশ্বকাপে নিজেদের সবশেষ ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি কোস্টারিকা।
গ্রুপের অপর ম্যাচে অন্যতম ফেভারিট বেলজিয়াম মুখোমুখি হবে কানাডার। গেল বিশ্বকাপে সেমিফাইনালিস্ট বেলজিয়ামের বিশ্বমঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে সবচেয়ে বেশি গোল করা রোমেলু লুকাকু আছেন এবারের আসরেও।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে কানাডা। প্রথমবার অংশ নিয়েছিল ১৯৮৬ সালে। বিশ্বকাপে এখনো কোনো গোল করতে পারেনি কানাডা। বেলজিয়ামের বিপক্ষে এখন পর্যন্ত একবার খেলেছে কানাডা, হেরেছে ২-০ গোলে।
এক নজরে বিশ্বকাপে আজকের খেলা:
২০২২ বিশ্বকাপ ফুটবল
মরক্কো-ক্রোয়েশিয়া
সরাসরি, বিকেল ৪টা
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
জার্মানি-জাপান
সরাসরি, সন্ধ্যা ৭টা
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
স্পেন-কোস্টারিকা
সরাসরি, রাত ১০টা
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
বেলজিয়াম-কানাডা
সরাসরি, দিবাগত রাত ১টা
বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে কেন এত অতিরিক্ত সময় খেলানো হচ্ছে?