সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইল লোহাগড়া কালিয়া ও নড়াগাতিতে অবৈধ ইটভাটাগুলিতে কয়লার বদলে পুড়ছে কাঠ।
জেলা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কাঠ পোড়ানো হচ্ছে এ সব ইটভাটায় ।
এসব ইট ভাটায় বেশির ভাগ কাঠ পোড়ানো হচ্ছে। হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে।
এ ছাড়া ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদন্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে আইনে। তা স্বত্বেও সরকারি আইন উপেক্ষা করে নাবিব ব্রিকস, ভাই ভাই ব্রিকস, স্টার ব্রিকস, এল বি এম ব্রিকসে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অবৈধ ভাটার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।