নড়াইল প্রতিনিধি: নড়াইলে খুলনা কৃষিঅঞ্চলের জলবায়ু পরিবর্তন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে অভিযোজন প্রকল্পের অবহিতকরণ পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন কি-নোট স্পিকার প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, কৃষি কৃষিসম্প্রসারণ অধিদপ্তর যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলম, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন, জেলা পানি সম্পদ কর্মকর্তা মারুফ হোসেন, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, নড়াইল কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীজ প্রত্যয়ন কর্মকর্তা মুছাব্বীর হোসেন, জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।