নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মাছপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথ্বে সামাজিক ও সাইবার ক্রাইম অপরাধ ও ইভটিজিং বিসয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।
১৩ এপ্রিল বেলা ২ টার দিকে মাছপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্লাস রুমে দুটি বিদ্যালয়ের সভাপতি এবং স্কুল শিক্ষক ও কয়েকশত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সহিদুর রহমান, মোস্তফা কামাল স্বপন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত কবির, ডিআই-১ মীর শরিফুল হক, মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, বর্তমান চেয়ারম্যান জসিম মোল্লাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।