সাথী তালুকদার, নড়াইল: নড়াইল পৌরসভার ২নং ওয়ার্ডের ভাটিয়া গ্রামে ধর্ষণ মামলার জেরে পরিকল্পিত হত্যার শিকার হয়েছে ইমাম হাসান রাজু (৪০) নামে এক ব্যক্তি। ১৮ এপ্রিল বিকেলে নিহতের বাড়ির পাশে শালিসি বৈঠকে ডেকে নিয়ে ধর্ষণ মামলার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্ত্রী ও মেয়ের।
স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে গরুর দুধে পানি মেশানোকে কেন্দ্র করে বিবাদের সূত্র ধরে গ্রাম্য সালিশে মিমাংসার শেষ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে জুয়েল রানা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে ইমাম হাসান রাজুকে কোপালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত রাজুর মেয়ে কুলসুম নাহার টিনা জানান, গ্রাম্য মাতব্বররা শালিসি মিমাংসার সময় জুয়েল রানা দেশীয় অস্ত্র দিয়ে আমার পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী জুয়েল রানা ও তার দোসসরা রাজুকে হুমকি ধামকি দিয়ে আসছিল।
এলাকাবাসী জানায়, নিহত ইমাম হাসান রাজু ইসলাম ধর্ম গ্রহণের পর ভাটিয়া এলাকায় দীর্ঘদিন ধরে সকলের সাথে মিলে মিশে বসবাস করে আসছিল। হত্যার খবর পেয়ে জেলা পুলিশের ডিবি টিম ঘটনাস্থলে এসে ইমাম হাসান রাজুকে মৃত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জুয়েলের পিতা গোলাম রসুল ও জুয়েলের স্ত্রী সোনালীকে আটক করেছে।
এদিকে রাতেই পুলিশ সুপার প্রবির কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত হত্যাকারীদের দ্রুত আটক করতে অভিযান চলমান রয়েছে।