নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে চেতনা যুব সংঘের আয়োজনে ৩২ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আকতার হোসেন রিংকুর সভাপতিত্বে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিছালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুলনা, গোপালগঞ্জ, নোয়াপাড়া, ফুলতলা, যশোর, কুষ্টিয়া ও বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলোয়াড়বৃন্দ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নোয়াপাড়ার কল্লোল ও তার সতির্থ এবং রানারআপ হয় লোহাগাড়ার জয়ন্ত ও শহিদুল। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নদের নগদ ৫০০০টাকা এবং রানারআপ পুরস্কার ৪০০০ টাকা প্রদান করা হয়।
প্রতিযোগিতায় ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার গ্রহণ করেন নোয়াপাড়া দলের অধিনায়ক কল্লোল।