রায়হান সিদ্দিক: রাত তখন গভীর। ক্যান্টনমেন্টে সাজোয়া যানের প্রবেশ। মেরে গাড়ি থেকে নিচে ফেলা দেয়া হয় এক নিরস্ত্র বাঙালিকে। তারপর চলতে থাকে একের পর এক হত্যাযজ্ঞ।
যাদের ধরে আনা হয় তাদের হত্যা করা হয় নারকীয় বিভীষিকায়। হত্যায় পাক বাহিনীর সাথে রাজাকাররাও যোগ দেয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের মাঝে এক বাঙালি নারী পাগলীর মত স্বজনদের খুঁজতে থাকেন।
পাকবাহিনীর এই তান্ডবের মধ্যেও অসীম সাহস নিয়ে এক সাংবাদিক নির্মম হত্যালীলার দৃশ্যচিত্র ক্যামেরায় ধারণ করতে থাকেন।
এরপর পাল্টাতে থাকে একের পর এক দৃশ্যপট। স্বাধীনতা যুদ্ধের অন্যতম অগ্রনায়ক মশিয়ূর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাকবাহিনী। নতি স্বীকার করাতে রক্তপিপাসু পাক হায়েনারা তার সামনে অনেক বাঙালির জীবন কেড়ে নেয়। তাতেও নতি স্বীকার না করায় শেষ পর্যন্ত এই রাজনীতিককেও হত্যা করা হয়।
মহান মুক্তিযুদ্ধকালীন এরকম নানা ঘটনার দৃশ্যয়ন চলতে থাকে পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি জুড়ে। নাটক কঙ্কালভূমির পরতে পরতে ছিলো একাত্তরের বিভীষিকা। নানা দৃশ্যপটের বাকে আসে পাল্টা লড়াই।
মিত্রবাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধে নামে মুক্তিবাহিনী। মুক্তিকামী নারী পুরুষের সম্মিলিত যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে পর্দা নামে থিয়েটারের। দৃশ্যের কাব্যিকতা ও প্রাণবন্ততা ছিলো এতোটায় যেন দর্শকরা ১৯৭১ রণাঙ্গনে ফিরে যায়। থিয়েটার শেষে আলাপচারিতায় এমনই অনুভূতি প্রকাশ করেছেন দর্শকদের অনেকেই।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে মঞ্চায়ন হয় পরিবেশ থিয়েটার কঙ্কালভূমি’র।
১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর জুলুম ও নির্যাতন মেলে ধরতে দেশব্যাপী পরিবেশ থিয়েটারের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
যার অংশ হিসেবে এদিন থিয়েটারটি অনুষ্ঠিত হয়। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গণহত্যার পরিবেশ থিয়েটার মঞ্চায়ন শিরোনামে এই কর্মসূচি চলবে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।
কঙ্কালভূমি’ নাটকটি রচনা করেছেন দীপংকর দাস রতন। যশোর শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্য শিল্পী কামরুল হাসান রিপন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে এই পরিবেশ থিয়েটারের ভাবনা ভেবেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এদিন তিনি নাটকের সাথে যুক্ত হন। যশোর শিল্পকলা একাডেমি এই থিয়েটারের আয়োজন করে।
যশোরে এদিন পরিবেশ থিয়েটারের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ পর্বে সভাপতিত্ব করে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি তমিজুল ইসলাম খান।
উপস্থিত ছিলেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধ একরাম-উদ-দ্দৌলা, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস।