পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পানির উৎসের পরিচ্ছন্নতা সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জাইকা প্রকল্পের ইউডিএফ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। প্রশিক্ষণে ৬০জন প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন।