পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় কমিউনিটিতে ন্যায়বিচারে প্রবেশাধিকার সংক্রান্ত উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা নিজেরা করি এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, এসআই মোস্তাফিজুর রহমান,
প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আজিজ, এ্যাড. চিত্তরঞ্জন সরকার, কামরুল ইসলাম, নিজেরা করি সংস্থার রাশেদুজ্জামান, নাসিমা খাতুন, নাসরিন পারভীন ও আবু জাফর।