সাড়াতলা (শার্শা) প্রতিনিধি :
যশোরের শার্শার পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীদের মাঝে মরহুম মানোয়ারা বেগম বৃত্তি ট্রাস্টি বোর্ডের উদ্দোগ্যে স্কুল ড্রেস ও বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে সভাপতি আল রাসেল মোস্তফার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাবুল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস ও বৃত্তির নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, মরহুম মনোয়ারা বেগম বৃত্তি ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মরহুমের স্বামী ডিহির শিব্বাস গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাবুদ্দিন, চন্দ্রপুর-খলিষাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সুধীজন।