শার্শা (যশোর) প্রতিনিধি
যশোরের বাউলিয়া বাজার এলাকায় ৪৯ বিজিবির অভিযানে ৬৯ লাখ টাকার সোনার বারসহ ইমরান হোসেন নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল এ অভিযান চালায়।
আটক ইমরান সাতক্ষীরা সদর উপজেলার সরকার পাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি ঢাকার মালিবাগ থেকে চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারটি সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে বিজিবি জানিয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান সোনা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
