পাটকেলঘাটা প্রতিনিধি
পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগের সংবাদ দৈনিক কল্যাণে প্রকাশ হওয়ার পর বিষয়টি আমলে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম উভয় পক্ষকে ডেকে মীমাংসার মাধ্যমে প্রবাসীর বসতভিটা বুঝিয়ে দেন। এতে গ্রামবাসী দীর্ঘদিনের ঝামেলা থেকে মুক্তি পেল। এই বিষটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা বিরাজ করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের রাঢ়িপাড়া এলাকায় গুরুপদ বিশ্বাস মৃত্যুকালে অমিত বিশ্বাস, অরবিন্দ বিশ্বাস, অমিও বিশ্বাস ও অরুন বিশ্বাস নামে চার ছেলে রেখে যান। পরবর্তীতে পৈত্রিক বাস্তভীটায় ৪৯৫ ও ৪৯৬ দাগের দুই একর বিশ শতক সম্পত্তি চার ভাই শান্তিপূর্ণ ভোগদখল করে আসছিলেন। সম্পত্তির মধ্যে ১০.৫০ শতাংশ জমির মালিক অরবিন্দ। তিনি প্রবাসে চাকরির সুবাদে পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করেন। গত ২৮মার্চ অরবিন্দু পরিবার নিয়ে বাড়িতে এসে দেখেন তার নিজ বাড়িতে একই এলাকার নিরোধ বিশ্বাসের ছেলে রাজ কুমার বিশ্বাস ওরফে ন্যাটু জবর-দখল করে বসবাস করছে। ওই সময় তিনি রাজকুমারকে ঘর ছেড়ে দেওয়ার কথা বললে, সে ওই ঘরসহ সম্পত্তি ছাড়তে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ঘটনাটি স্থানীয়দের জানালে তারা শনিবার সকালে গিয়ে জবর-দখলকারী রাজকুমারকে ঘর ছেড়ে প্রকৃত মালিককে তার বাস্তভিটা ফেরত দিতে বলে। কিন্তু ওই সময়ে রাজকুমার তার দখলকৃত জমি না ছেড়ে আদালতে মামলা করতে বলে। এ নিয়ে দৈনিক কল্যাণে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি মীমাংসা করায় এলাকার মানুষ কুমিরা ইউপি চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন।
সর্বশেষ
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
- তারেক রহমানের ফেরা ঘিরে হাই অ্যালার্ট, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত
- দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
- আজই বছরের সবচেয়ে দীর্ঘ রাত
- নিরাপত্তা বলয় জোরদার : তারেক রহমানের ফ্লাইটে দুই কেবিন ক্রু প্রত্যাহার
- বিসিবির নতুন অফিস হবে খুলনায় : বুলবুল
- ঢাকা থেকে গ্রেফতার যশোর যুবলীগ নেতা ‘টাক মিলন’
