নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর অদূরে ফুল কানন পানিসারায় ফুল বিপণন কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে পানিসারায় ফুল বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপনন অধিদপ্তরের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে এ বিপণন কেন্দ্র নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ-১’র ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার তালুকদার মেজবাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, শিক্ষাবিদ আতাউর রহমান, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, প্রথম ফুলচাষি শের আলী সরদার, মীর বাবরজান বরুন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন মীর ফারুক আহম্মদ।
উল্লেখ্য, ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১২শ’ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এ এলাকার ৬ হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতিবছর সাড়ে তিনশ কোটি টাকার ফুল বেচাকেনা হয়।