নিজস্ব প্রতিবেদক
দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত পিকেএস যশোরে বিভিন্ন এনজিওদের উপস্থিতিতে কনসাল্টেটিভ ওয়ার্কশপ উইথ টার্গেটেড কমিউনিটি ফর ডেভেলপিং আই ইসি ম্যাটেরিয়াল শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চাঁচড়ার ডালমিলের পিকেএস’র নিজস্ব কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পিকেএস’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান তিকু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজুল হক ফারুক, দাতা সংস্থা দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আজমিরা বিনতে জামান, পিকেএস’র মেডিকেল অফিসার লুৎফুন নাহার ইমা, এমআইএস শাহিন হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দাতা সংস্থা দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আজমিরা বিনতে জামান বলেন, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন ২০০৮ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করে আসছেন। এই যাত্রায় ২০১৭ সাল থেকে পিকেএস’র সাথে যুক্ত হয়ে নিরালসভাবে অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু সেবা প্রদান করে আসছে। এসময় পিকেএস কর্মকর্তরা এই প্রকল্প বাস্তবায়নে আমন্ত্রিত এনজিও প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ধারা’র নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্ত, আশরাফ ফাউন্ডেশনের মামুনুর রশিদ, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আব্দুর রহিমসহ বিভিন্ন সংগঠনের ৩৫জন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।