নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে সাত সকালে রবিউল ইসলাম রুহুল (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের গরীবশাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। তিনি উপশহর ডি-ব্লক এলাকার বাসিন্দা।
আহত রুহুল জানান, একই এলাকার রাব্বীর সাথে তার দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। সাত সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে শহরের গরীবশাহ মাজারের সামনে আসলে সে তার পথ গতিরোধ করে। এসময় তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাঈন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি আশংকা মুক্ত রয়েছেন।
