নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক দু’টি স্থানে দুই ছাত্রীকে অপহরণ ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ওই দুই ছাত্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালি থানা সূত্র জানায়, গত ১৯ মে বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভেকুটিয়া বাজার থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে ফেসবুকে এক যুবকের সাথে পরিচয় হয়। ওই যুবক বিভিন্ন প্রলোভনে তাকে অপহরণ করেছে। বিষয়টি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান সনাক্ত করা হয়। কোতোয়ালি থানার এসআই তানিম ইসলামের নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত আটটার পর ওই গ্রামের দুলাল রহমানের ছেলে আরিয়ান মুন্সীকে আটক করা হয়। একপর্যায় আরিয়ান মুন্সীর কাছ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার পর শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক ওই ছাত্রীকে তার পরিবারের জিম্মায় প্রদান করেন একই সাথে আসামি আরিয়ানকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এছাড়া, গত ২০ মে বিকেল ৩ টার দিকে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করা এক যুবক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে ওই ছাত্রীকে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।
গত বৃহস্পতিবার মধ্য রাতে যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের অভিযান চালিয়ে এসআই জাহাঙ্গীর আলম ওই গ্রামের আলেক গাজীর ছেলে ফিরোজ হোসেনকে আটক করে। একই বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে ওই দুইজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ভিকটিমকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামি ফিরোজ হোসেনকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।